জীবন যুদ্ধে
মুহাঃ মোশাররফ হোসেন
বহু ইয়াহুদী-নাসারা, খৃষ্ঠানদের সাথে যুদ্ধে"
জয়ী হয়েছ বলেই এসেছি আমরা এই ভূ-পৃষ্ঠে।
তবে কেনো হে, আদম সন্তান?
জীবন-যুদ্ধে সাফল্য তোমায় করে না আহ্বান?
বিশ্বের সবার থেকে তোমরা এক অনন্য,
গর্বিত হওয়া উচিৎ তোমাদের' তাই ধন্য।
তোমাদেরর আছে যাহা, অন্য কারো কাছে নেই তহা"
তবে কেনো তোমাদের মাঝে এতো দুর্বলতা?
হাজার কোটি টাকা দামের মস্তিষ্ক তোমাদের
তোমাদেরর চেয়ে আছে ধনবান কে আর ?
তবে কেনো প্রয়াস নিজেদেরকে দরিদ্র ভাবার ?
মনটাকে প্রশ্ন করো"
বিশ্বাসের ভিত শক্ত করো"
নিজেদেরকে বলো, “আমরাও পারবো"
আমরাও জিতবো, জিতার বদলে কেনো আমরা হারবো?”
অভ্যাসের সুতোয় ধরো মার টান,
নতুন সুরে গাও নতুন গান
হৃদয়শক্তিতে হও বলীয়ান।
আপন যা আছে তাই নিয়ে নাও
দৃপ্ত পদে সম্মুখে এগিয়ে যাও।
কেঁপে উঠবে ভূ-খণ্ড তোমাদেরই পদাঘাতে
পারবে না তোমাদে কেউ থামাতে:
রণে কর প্রয়োগ নিজেদের কৌশল
জীবন-যুদ্ধে তুমরাই হবে সফল,
হয়ো না নশ্বর, হও ভাস্বর স্বমহিমায়
লেখা রবে নাম তোমাদের ইতিহাসের পাতায়।