১৮.
"২৬শে মার্চ"
মুহাঃ মোশাররফ হোসেন
সংগ্রামী চেতনায় বিজয়ের উল্লাস,
হাসি গান আর আবেগের প্রকাশ।
জন্ম অধিকার বাঙ্গালী
বিশ্ব মাঝে বাংলা জাতীয় ইতিহাস।
যার নেপথ্য নায়ক মহান ২৬শে মার্চ,
মায়ের অপত্য স্নেহ, বোনের হৃদয় নিংড়ানো ভালোবাসা;
ঐক্য, সম্প্রীতি, সদ্ভাব-
মহান ২৬শে মার্চই যার উদ্ভব।
মুক্তির আত্নপ্রতয়ে ভাংলো যারা শিকল,
আনল যারা স্বাধীনতা'
আমরা তাদের ভুলিনী এবং ভুলব না।।
অনেক চড়াই উৎরাই পেরিইয়ে
আর বলার অপেক্ষায় থাকে না
আমরা আজ স্বাধীন।
আমরা আজ স্বাধীন সংগ্রামী চেতনায়,
বিজয়ের উল্লাস থাকবে মোদের
আনন্দ হাসি গান আর জাতীয় চেতনায়।
কেউ ছুটবে ফুলের তোড়া নিয়ে
কেউ বা ফেস্টুন হাতে,
রঙ্গীন আভা নিয়ে উদিত হয় সূর্য টা
পূর্ব আকাশে।
সে কোন আগ্রহ আর ব্যাকুলতা,
অনেকে হয়তো আজও জানোনা
কেনো ফিরে আসে এই দিনটা?
এখনো সেই সব বাঙ্গালী রাজাকার, খুনিরা তাদের খানা গ্রাসে এই দেশটাকে নিয়ে আসতে চায়;
এই দিনে প্রতিবাদ হোক তাদের, আমাদের এই স্বাধীন বাংলায়।