নাজজাশীর প্রতি
মুহাঃ মোশাররফ হোসেন
হায়, কী জানি কেমন আছে জাফর আমার,
কিংবা আমরাই বা আছি যে কেমন?
জানি নিজের স্বজনেরা চরম শত্রু হয়!
নাজজাশির সদাচার পেয়েছে কি জাফর?
পেয়েছে কি সমস্ত সাঙ্গাত?
না কি, কেউ শান্তির পাখায় করেছে হাঙ্গামা?
জেনে রাখো প্রিয় নাজাশি,
তুমি অতি মহৎ ও মহানুভব:
তোমার শরণে কেউ হয় না বঞ্চিত"
দুর্নাম থেকে আল্লাহ্ তোমাকে করুক হিফাজত।
জেনে রেখো, তোমাকে দিয়েছে আল্লাহ্ বহুত সম্মান,
আর সে যে দিয়েছে তোমায় মঙ্গল ও কল্যাণ।