হে নবী,
মুহাঃ মোশাররফ হোসেন
হে নবী তুমি নূরের রবি,
দেখালে আল্লাহর রাস্তা"
তুমি ধ্যানের ছবি।
তুমি দেখালে সঠিক পথে চলতে,
দুমি আনলে মোদের ন্যায়ের পথে"
তুমি এসে জ্বালালে আলো সারা দুনিয়ায়,
আল্লাহ'ই সঠিক পথ, তুমি বলেছো আমায়।
তুমি না এলে আজ
আমরা হতাম বিপথগামী!
আলোকময় এই পৃথিবীতে"
সঠিক জীবনের রাস্তা দেখিয়েছো তুমি।