দয়া করে নাও
মুহাঃ মোশাররফ হোসেন
দয়াকরে নাও হে আমায় দূর মদিনার গায়ে,
মক্কার মরুভূমিতে ফেলবো চরণ হাঁটবো খালি পায়ে।
সারা গায়ে মাখবো নবীর চরণ ছোঁয়া বালি,
পথ শিশু আর সবার সাথে করবো মিতালি।
গুণগানে সর্বদা-ই থাকবো আমি মেতে,
গানে গানে ধরবো সুর প্রিয় নবীর নাতে।
একটুখানি দাঁড়াবো ওই জান্নাতুল বাকিতে,
প্রাণের প্রিয় সাহাবাদের অন্তর থেকে সালাম দিতে।
সারা দিবস কাটিয়ে দেবো সবুজ খেজুর বাগে, পাকা খেজুর কুড়াবো সব গভীর অনুরাগে।
সন্ধ্যাবেলা অবশিষ্ট যতো খেজুর মিলে,
পথ শিশুদের ডেকে ডেকে সবই দেবো বিলে।