১৮৪. যুগের নেতা

June 18, 2023

যুগের নেতা

মুহাঃ মোশাররফ হোসেন 

দূর আরবের বুকে মরুময় পবিত্র মক্কাতে ফুটেছে ফুল, 

চারদিক সুবাসিত গুঞ্জনে মুখরিত যুগের নেতা হয়ে এসেছে রাসূল।

আমেনার কুড়েঘর রহমতে ভরে গেলো যখন জন্ম হলো শিশু আহমদ, 

পৃথিবীটা হেসে ওঠে চরণে পড়লো লুটে সুন্দর প্রেমময় প্রিয় তাঁর কদ।

আল্লাহু আকবার স্রষ্টা শ্রেষ্ঠতার দরূদ পড়লো সবে সেই প্রিয় রাসূলের, 

ফেরেশতাগণ সবে আনন্দে মেতে ছিলো মক্কা ভরে ছিলো ঘ্রাণে পুষ্পের।

হাজার বছর ধরে প্রিয় নবীজীর তরে দরূদ পড়ি আর জানাই সালাম, 

আমার জন্ম যদি হতো দূর আরবে মদিনার ধূলোবালি গায়ে মাখিতাম!

আমেনার সোনামনি শিশু নবী আহমাদ জন্মের আগে তাঁর বাবা হারালো, 

শ্রদ্ধেয় মহোদয় আব্দুল মোতালিব পিতাহারা শিশুটির পাশে দাঁড়ালো।

এভাবেই বড় হলো পবিত্র মক্কাতে লোকেরা আল-আমিন বলে ডাকতো, 

সবার হৃদয়জুড়ে স্থান পেলো শিশুটি’ পাড়ার সবাই তাঁকে চোখে রাখতো।

নবুয়ত পেলো যবে প্রিয় নবী হযরত’ সবাই শত্রু হয়ে পিছু লাগিলো তার, 

আপনজনের অত্যাচারে মক্কা শহর ছেড়ে হিযরতে গেলেন শাহে মদিনার।

সবুজ গুম্বুজের নিচে আজও শোয়ে আছে জগত শ্রেষ্ঠ নবী প্রিয় হযরত, 

দয়াল প্রভুর তরে দয়া চাই বারেবারে আমার হায়াতে প্রভু দিও বরকত।

ওগো প্রভু দয়াময় করি শুধু অনুনয় এজীবনে হয় যেনো রওজা জিয়ারত, 

কিয়ামতের বিভীষিকায় নবী তুমি দিও দেখা আমার জন্য সেদিন করো শাফায়াত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *