সবুজ মিনার
মুহাঃ মোশাররফ হোসেন
মন ছুটে যায় বারে-বারে ঐ দূর মদিনার দ্বারে,
যেথায় আছে মরুর সবুজ মিনার' মন যে শুধু কাড়ে।
সুখের রবি সোনার ছবি মাদিনার ঐ দেশ,
ইচ্ছে করে যাবো সেথায় জাগলো সে উদ্দেশ।
হতাম যদি ময়ূর পঙ্ক্ষী ডানা মেলে যেতাম উড়ে, যেতাম আমি মাদিনাতে নিবীজীর রওজা পাকের দ্বারে।
নূরের নবী ধ্যানের ছবি মাদিনার ঐ দেশে,
পাখি হলে যেতাম উড়ে নেচে হেসে-হেসে।