যে নবীর আগমনে
মুহাঃ মোশাররফ হোসেন
আরব যখন জাহেলিয়াত সবার পথই ভুল,
আলোর প্রদিপ নিয়ে এলো মোহাম্মদ রাসূল।
কেউবা বলে পরশ পাথর কেউবা বলে ফুল,
আবুজেহেলের সাথে ছিলো যারা তাদের হলোনা কোনো কুল।
বহুরাত্র মিশন তাহার চলিলো বিজয় বেসে,
লাত্ মানাত আর ওজ্জা ধুলিসাত্ হলো এক নিমিশে।
নারীজাতিকে ভাবতো সবে সকল পাপের মূল,
ভেঙ্গে দিলেন রাসূল তাদের আঁকাশ কুসুম এ ভুল।
ক্ষুদার্থরা অন্ন পেলো পিপাসার্থরা পেলো পানি,
মানব পেলো সু-পথ আর প্রভুর ঐশী বাণী।
শিখলো সবে গাইতে তখন আল্লাহ্ নামের গান,
সবার মনে জেগে উঠলো আল্লাহুর জয়গান।