মাটির নবী
মুহাঃ মোশাররফ হোসেন
মাটির দেহে মুহাম্মাদ নবী,
রাসুল রূপে নূরের আবির
পরম সত্য কোরআনের দাবি
এক পয়গম্বর দীনের তরি।
মুহাম্মদ, আদম মাটির গাড়ি,
প্রত্যাদেশ দিয়ে পার্থক্য গড়ি
অন্ধকারে নূরের জ্যোতি।
দেহমোবারক হয় যদি নূরের সৃষ্টি
কেনো মানবে মানব প্রজাতি?
মাটি দিয়ে হলো আদম তৈরি।।
মেষের পালে আরব দেশে উদিত হলো
দেহ মোবারক' নূর দিয়ে সৃষ্টি নয়?
হাসি কান্না দুঃখ বেদনা কি অভিনয়?
মানব ভূমে মাটির নির্যাসের অবয়ব
রাখাল রাজা সত্যের ধারক
বিশ্বাস অন্তরে বিশ্বাসীদের হয়।
মাটির দেহে নূরের রোপণ
বানাইলো আল্লাহ শ্রেষ্ঠ ভুবন,
বালুকাময় মরুতে ললিত কোমল
ফুটলো যে ফুল কুসুম ও কানন।