ওগো প্রিয় নবী
মুহাঃ মোশাররফ হোসেন
ওগো প্রিয় নবী দেখা দাও তুমি যদি!
ধন্য হবে এ জীবন.যদি পাই স্বপ্নে তোমার ছবি।
যতনে আঁকি আমি হৃদয় ও মনে,
ওগো প্রিয় রাসুল তুমি মোদের প্রিয়জনে।
আরবের মরুভুমি দামি তোমার আগমনে,
সবার সেরা এ ভূমি আরশের ছায়াতলে।
মক্কার কুরাইশ বংশে মা আমেনারি কোলে,
তুমি এলে সৌরভ হয়ে, আলোকময় হলো এ ভুবনে।
কাটিলো ঘোর অমানুষিক নির্যাতন' ফুটিলো আলোর শিখা,
স্বপ্নরাঙ্গা প্রভাতে দূর প্রাচ্য কায়সার কিসরা ভূপিত হলো জালিম বাদশা।
মুক্তি পেলো সকলে' ছড়ালো খুশি ভবে তোমায় পেয়ে,
আনন্দিত হলো এ ভূবনে তোমায় পেয়ে।
তোমার আগমনে পুলকিত সর্বজনে,
মদিনায় খুশির জোয়ার নিয়ে ছুটিলো দলে দলে তোমার পানে।