স্বপ্নে তুমি ছন্দে তুমি
মুহাঃ মোশাররফ হোসেন
স্বপ্নে তুমি ছন্দে তুমি, তুমি প্রেমিক দিলে,
আঁধারঘেরা বিশ্বে প্রদীপ তুমি জ্বেলে দিলে।
ছন্দকবি তোমার ছবি একেছে প্রেমের পাতায়,
তুমি আছো আমায় হৃদয় জুড়ে মনের গভীর খাতায়!!
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী!!!
তুমি আমার প্রেমিক তুমি রহমাতুল্লিল আলামিন,
তোমায় পেয়ে কুল মাখলুকে বাজায় সুখের বীণ।
প্রাণের নবী প্রেমের নবী তুমি মোর সব,
সকাল সাঁঝে হৃদয় মাঝে তুমি তুমি অনুভব!!
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী!!!