আরব্য প্রান্তর
মুহাঃ মোশাররফ হোসেন
যে প্রান্তরে আছে হাসান হোসেন
এবং সব ঈমামদের কবর,
রক্তে রক্তাক্ত আজো সেই কারবালার প্রান্তর।
অতঃপর তায়েফের বুকে সন্ধ্যা নেমে আসে,
কালো পাথরের পাহাড়ে লেখা আছে ইতিহাসে।
যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাড়ে নূর,
যাহা রক্ষা করতে আবাবীল পাখি নিক্ষেপ করেছিল ঠোটে নিয়ে প্রস্তর।
আজো লাখো হাজীরা তাওয়াফ করছে সেই ক্বাবা,
আর এই ঘরের জন্য আবাবীলের সাক্ষাৎ পেয়ে ধন্য হিজরতে ক্বাবা।
উত্তপ্ত ধূসর ধূলোমাঠ চারদিক জনশূন্য মরুপ্রান,
ক্বাবার পাথরে মিশকাতের কী সুবাস যেনো ইব্রাহীম, ইসমাইল, প্রিয় মোহাম্মদের গায়ের সুঘ্রাণ।