প্রিয় রাসুল সাঃ
মুহাঃ মোশাররফ হোসেন
যে নবীর আগমনে খুশি সকল সৃষ্টিকূল,
সে যে মোদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল (সঃ) ।
যে নবীর না জন্ম না হলে এই ভূবন হতো না,
আবু বকর, ওমর, আলী, ওসমান পেতাম না ।
যার রওজাতে যায় সালাম দিতে
সকল মুমিন/মুমিনাত যায় দিনে রাতে,
প্রিয় নবীর উম্মতেরা হয় সদা ব্যাকুল
সে যে মোদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল (সঃ)।
যে নবীর না জন্ম হলে আমরা কোরআন পেতাম না,
নামাজ, রোজা, কোরআন ছাড়া কিছুই জানতাম না।
যার মাধ্যমে বিশ্ববাসী পেলো শান্তির মূল,
সে যো মোদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল (সঃ)।
যে নবীর আগমনে জাহেলিয়াত হলো দূর,
কালো দিনের অবসান হলো কোরআনের ঐ নূর।
কিয়ামতের ঐ বিচার দিনে নবী নিবেন তোমায় চিনে,
নবীর প্রেমে মগ্ন হইয়া বাঁচাও নিজের কুল,
সে যে মোদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল (সাঃ)।