হৃদয়ের দ্বার
মুহাঃ মোশাররফ হোসেন
খুলেছি যতোবার আমার হৃদয়ের দ্বার,
ততোবারই দেখেছি রুদ্ধ কপাট তার!
যতবার চেষ্টা করেছি আপন করতে তারে,
ততোবারই ছায়া পড়েছে তার অন্তরে।
দূরে যদি যেতে চাও' তবে চলে যাও,
ততোদূর যাও' যতোদূর গেলে আর দেখা না পাও!
বার বার হারিয়ে' চাইনা আর ফিরে পেতে"
ভুলে যাও সবটুকু তার" নতুন প-থে যেতে যেতে!