ভূলের মাশুল
মুহাঃ মোশাররফ হোসেন
জানি আমি যে ভূল করেছি তার নেই কোনো ক্ষমা,
তবুও বলছি আমি তোমাকে আপন ভেবে করে দিও ক্ষমা।
যাহা ভূল বুঝাবুঝি হয়েছিলো কাজের মাঝে,
এমনটা হয়েই থাকে আমাদের এই সমাজে।
এসো আবার যৌথভাবে উদ্যমী হয়ে,
নতুন করে গড়ে তুলি নিজেদের মধ্যে ভ্রান্তি মিটিয়ে।
একথাতো সত্যি ভূলের মাশুলতো দিতেই হয়,
হলেও বা তা এক রত্তি, তবে ভূল মানূষে করে,
যদিও স্বীকার করেনা" করলেও করে অনেক পরে।
আজ এখান থেকে নিই আমি অঙ্গিকার,
তৎক্ষণাৎ তা করবো স্বীকার
যেমনটি আছে ভূল শুধ্রাবার অধিকার।