ক্ষমা করে দাও মোরে
মুহাঃ মোশাররফ হোসেন
কঠিন যন্ত্রনা এ বুকে ধারন করে বেঁচে আছি আমি,
তাই দূরে যেতে চেয়েও যেতে পারনি আজ আমি।
ফিরে আসতে হলো আবার সবার মাঝে,
ফিরে আসতে হলো ভরা যৌবন নিয়ে অঞ্জলি সাজে।
জানি আমি অনেক দোষী, করেছি অনেক ভূল,
তাই দিতে হচ্ছে প্রতক্ষনে সেই ভূলের মাসুল।
করেছি নিজের ইচ্ছায় শুনেনি কারো কথা,
তাইতো বয়ে বেড়াতে হচ্ছে এই বুকের চাপা ব্যাথা।
জানি অনেক ভূল করেছি, ক্ষমা পাবার যোগ্য নয়,
যদি পারো আপন গতিতে ক্ষমা করিও তাই।