দুঃখেই জীবন গড়া
মুহাঃ মোশাররফ হোসেন
দুঃখে আমার জীবন গড়া-দুঃখে মোর কিসের ভয়,
বৃষ্টিতে গেলে ভিজতে হয়-রোদে গেলে পুড়তে হয়।
পাপ করলে পাপের ভয়-পাপ না করলে কিসের ভয়,
পানিতে নামলে কাপড় ভিজবে! তাই বলে কি কেউ বসে রয়?
নুন আনতে পান্তা ফুরায় অনাহারে জীবন কাটায়,
আলুর দম আর ভাতের আমানি' খেয়ে মোর শক্তি বাড়ায়।
চাউলের দাম ও বাড়তি' ভাতের আমানি ও মোর পায়না,
আলুর দাম ও বেড়ে-ই চলেছে' দম খেতে আর মনে চায় না!
চলছে জীবন ধুঁকে ধুঁকে এ যেনো এক মুড়ির টিন,
ধার কর্জে জীবন চালাই বাড়ছে শুধুই নগদ ঋণ।