গরমের পরে গরম
মুহাঃ মোশাররফ হোসেন
গরমের পর গরম
সমস্ত শরির হচ্ছে নরম।
গরমের বেহাল দশা
ঝরছে গায়ের ঘাম,
আরো গরম হচ্ছেরে ভাই
দ্রব্য মুল্যের দাম।
শেয়ার বাজারে গরমেতে
চান্দি গরম হয়:
এতো গরম সইবো কেমনে
লাগছে ভীষণ ভয়।
গরম গরম লাগছেরে ভাই
ডিজিটালের হাওয়া,
আরো গরম হচ্ছে মানুষ
খেয়ে পুলিশের ধাওয়া।