টাকা
মুহাঃ মোশাররফ হোসেন
দুই অক্ষরে শব্দ একটি নাম
নাম হলো তার টাকা:
ঐ টাকা কামাই করতে গিয়ে"
অনেকেই আখেরাতকে করে ফাঁকা।
অনেকে হালালা হারাম লুটোপুটি খায়:
যে পথে আসুক দেখবে না তা সামনে যদি পাই।
খুন করে ভাই কতোজনে কামাই করে এই টাকা,
যেভাবে হোক প্রকাশ পায় তাহা থাকে না কভু ঢাকা।
অনেক বড় ধনী হবো বলে টাকার লোভে করে অনাচার"
অবশেষে ধরা খেয়ে যায় তার সব পাপাচার।।