আল্লাহু আমার রব
মুহাঃ মোশাররফ হোসেন
আল্লাহু আমার সৃষ্টিকর্তা"
আল্লাহু আমার রব,
আল্লাহু আমার রিযিকদাতা"
আল্লাহুই আমার সব।
আল্লাহু আমায় খাওয়ান পরান,
আল্লাহুই আবার বৃষ্টি দেন:
আল্লাহুই আমার জ্ঞানের আলো দেখান।
এ বিশ্বে যা কিছু আছে সবই তাঁহার সৃষ্টি,
আল্লাহুই আমার একমাত্র শক্তি।
আল্লাহু আমায় ভাষা দিলেন'
দিলেন কথা বলতে!
আল্লাহু আমায় শক্তি দিলেন'
ন্যায়ের পথে চলতে।