. তোমার পাশে
মুহাঃ মোশাররফ হোসেন
ডাকবে শুধু আমায় তুমি
থাকবে শুধু আমার পাশে তুমি"
কাঁদলে শুধু কাঁদবো আমি
বিজন রাতে একলা বসে আমি
তখন ও থাকবো তোমার পাশে!
জোনাকী আলো জ্বালবো আমি যেথায়"
তুমি একলা থাকো আমায় ছেড়ে"
ডাকবে লোকে হঠাৎ করে সাতসকালে'
সাঁঝের বেলা তখন তুমি কি করবে বাসর ছেড়ে!
একপা দু’পা তিনপা করে বেড়িয়ে এলে দেখতে পাবে,
তখনো আমি দাঁড়িয়ে আছি তোমারই পাশে।