প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:১১ পি.এম
২৭২. ১৬ই ডিসেম্বর
মুহাঃ মোশাররফ হোসেন
ডিসেম্বরের ১৬ তারিখ
বিজয় দিবস হয়,
এই বিজয়টি ছিনিয়ে আনতে
হয়েছে লক্ষ প্রাণের ক্ষয়।
বিজয় দিবস এলে আমরা
সবে দেশের গান গাই,
রাজ পথে বিজয় মিছিল দেখে
আমরা বিজয়ের সুখ পাই।
বিজয় দিবসে বিজয় নিশান
দেখে আমাদের মন ভরে,
আনন্দে সব মাতোয়ারা
বাংলা মায়ের ঘরে-ঘরে।
যুদ্ধ করে জীবন দিয়ে
বিজয় আনলো যারা,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
শহীদ সন্তান তারা।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।