হে রাসূল তোমায় ভালোবাসি
মুহাঃ মোশাররফ হোসেন
তোমায় নিয়ে কবিতা লিখি ভালোবাসার টানে,
তার পরিমাণ কতটুকু আমার প্রভুই জানে।
যদিও আমি উদাস মনে একেলা দিন কাটাই,
মনে চায়-গো দিনে-রাতে তোমার শানে দরূদ পাঠাই।
দুর্বল আমার ঈমান বলে সহজে শয়তানের ধোঁকাতে পড়ি,
আমার এই গাফিলতা আত্নাটাকে কেমন করে গড়ি।
গাফিলতি সব দূর করিবো পাক মদিনায় গিয়ে,
মনের আশা পূরণ করো হে প্রভু আমায় সেথা নিয়ে।
হে রাসূল তোমায় ভালোবাসি জানেন সেই প্রভু অন্তর্যামী,
তোমায় ছাড়া রোজ-হাশরে কেবল শুণ্য আমি।