১৫৬. সর্বনাশ

May 28, 2023

সর্বনাশ

মুহাঃ মোশাররফ হোসেন 

জিহ্বা আমার সকল গুনাহ সর্বনাশের মুল,

এই জিহ্বা দিয়ে ই বলেছি মিথ্যা করেছি কত ভুল।

মনের গহিনে যতো ভাবনা এসেছে,

এই জিহ্বা দিয়ে করেছি কত স্বাদ পুরণ:

চলা ফেরায় বলেছি কত মিথ্যে অনেক কিছু পাবার স্বার্থে,

কখনো আমার মুখে হয়নি মিথ্যার মরণ!

দুনিয়ার যতো পাপ-কথা বলেছি এই জবান দিয়ে”

অন্তরে তাই কালিমা দাগিয়েছি যতো অসৎ স্বপ্ন এই নয়ন দিয়ে।

ভুলে- ভুলেই কাটিয়েছি জীবন কোর-আন করেছি হেলা,

জীবন শেষে রাত নামবে আহ! ফুরিয়ে যাচ্ছে যে বেলা।

তবুও আমি মত্ত-বেহুশ এই ক্ষনস্থায়ী দুনিয়ার জন্যে,

ভাবিনি আমি কখনো কি জবাব দিবো ঐ হাশরে স্রষ্টার পানে।

জীবন শেষে, শেষ জীবনে এসে অনুশোচনার আগুনে,

পরিতাপে মরছি আমি আজি কি ভুল করেছি এই জীবনে!

আমার মত হভাগা আছে কি কেউ এই দুনিয়ার বুকে,

ক্ষমা করে দিও হে প্রভু মোর যতো অপরাধ 

তার পরে দিও মৃত্যুর স্বাদ

কিয়ামতের মাঠে করো না আমায় লজ্জিত লোক সম্মুখে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *