অবুঝ মন
মুহাঃ মোশাররফ হোসেন
অবুঝ মন !
তুমি শান্ত হবে কখন?
সব হারিয়ে ফেলবে যখন?
কি নিয়ে বাঁচবে তখন?
হে অবুঝ মন!
অবুঝ মন!
আল্লাহর নাম বেশি-বেশি করো স্মরণ,
না জানি দম ফুরাবে কখন?
যখন বুঝবে সময় থাকবে না তখন।
হায়রে অবুঝ মন!
অবুঝ মন!
তুমি খুব দ্রুত সজাগ হও এখন,
রাসুলের বানী অনুযায়ী দিন ফুরিয়ে আসিতেছে এখন,
হয়তো বেশিদিন হবে না এই দুনিয়া আপন:
দুনিয়া থেকে হয়তোবা ত্যাগ করতে হবে সব আত্বীয় স্বজন।
হায়রে অবুঝ মন!