সাধ না মিটিলো
মুহাঃ মোশাররফ হোসেন
আমার সাধ না মিটিলো ভালোবাসিয়া তোমায়,
তাই আবার তুমি বাসিবে ভালো আসিবো ধরায়।
আবার বিরহে তব কাঁদিবো প্রণয় ডোরে,
বাঁধিবো শুধু নিমিষেরি তরে আঁখি দুটি ভরে।
যে গোধুলি লগ্নে নব-বধু হয় নারী,
সেই গোধুলি লগ্নে বঁধু দিলো আমারে গেরুয়া শাড়ি।
বঁধু আমার বিরহ তব গানে,
সুর হয়ে কাঁদে প্রানে।
নিজে নাহি ধরা দিয়ে সকলের প্রেম নিয়ে দিনু তব পায়,
তোমারে হারিয়ে আমি ঝ'রে যাব অবেলায়।