প্রিয় বাংলাদেশ
মুহাঃ মোশাররফ হোসেন
কতো শহীদের রক্ত স্রোতে পেয়েছি তোমার দাম ,
তাই হৃদয়ের রক্ত জ্বলে লিখেছি তোমারই নাম।
কৃষ্ণচূড়ার রঙ্গে রাঙ্গিয়ে মনটাকে ,
দেখি তোমায় অরুণোদয়ের সাথে ।
সন্ধ্যার অস্ত যাওয়া গোধূলি মায়ায় ,
হয়ে রবো শুধু সঙ্গি ছায়ায়।
তুমি আমার দেশ ,
তুমি আমার মা ,
তুমি ছাড়াই জীবনের চাওয়া পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
পদ্ম পাতার দীঘির জ্বলে
সোনালী স্বপ্নের খেয়া ভাসে ,
আমার বৃষ্টি ভেজা দুটি চোখ
হৃদয়ে ক্লান্তি ভোলা সুরের আলোক ।
শস্য-শ্যামল সবুজ বনের ফাঁকে ,
ধূলি রাঙ্গা আঁকা বাঁকা মেঠো পথের বাঁকে,
নিরলস শ্রমে - হৃদয়ের ঘামে
জীবন খুঁজি আমি জীবনেরই দামে ।
তুমি আমার দেশ
তুমি আমার মা ,
তুমি ছাড়া এই জীবনের চাওয়া পাওয়ার
হয় না কভু শেষ ।
তুমি আমার প্রিয় বাংলাদেশ ।