.দিনটি ছলো ১৯৬৪ সালের ১৮ই অক্টবর"
"রাসেলের জন্মদিনে"
মুহাঃ মোশাররফ হোসেন
ফুল ফুটে সৌরভ ছড়াতেই চায়,
ফুলের ছড়ানো ঘ্রাণ সকলেই পায়।
শিশুরাও ফোটা ফুলের মতোই নিষ্পাপ হয়,
আচরণেই ফুটে ওঠে তার সেই পরিচয়।
রাসেলও ছিলো ঠিক সেই প্রিয় ফোটা এক ফুল,
শিশু এই মানুষটির ছিলো নাতো কোনো ভুল।
এই জন্ম দিনে তাই খুঁজে ফিরি তাকে,
মন বলে সে যদি আজও এসে সাড়া দিতো ডাকে!
রাসেল আর আমাদের মাঝে নাই'
কারণ ঘাতকরা রাসেলের প্রান নিয়ে গেছে তাই!