৪. স্বৰ্গীয় সুখ (মা'কে নিয়ে লেখা)
মুহাঃ মোশাররফ হোসেন
যেখানেতে দেখি যাহা, মায়ের মতোই আহা,
এত মধু এত সুধা, কোনখানেতে নাই,
দেখিলে মায়ের মুখ, দূরে সরে যায়,
দুখ স্বর্গের সব সুখ যেন মায়ের কাছে পাই।
মায়ের মতন কেহ, করে না আদর স্নেহ
কাঁদিলে' সোহাগে নেয় না তুলে,
হাজার কাজের ভীড়ে, মন ছুটে যায় নীড়ে
আঁখি কভু নাহি মা'র মুখ ভুলে।
বসিলে কাজের ফাঁকে, মনে পড়ে শুধু মাকে
আহা কত নির্মল স্নিগ্ধ হাসি,
গরম ভাতের মতো, সুবাসিত ফুলের মতো মায়ের মুখ কভু হয় না বাসি।
মায়ের পায়ের তলে, স্বর্গের কোলাহল মায়ের পরশে মোর জুড়ায় বুক,
অট্টলিকায় থাকি- তবুও কাঁদে প্রাণ আঁখি মা যাঁর আছে ঘরে তাঁর স্বর্গীর সুখ।