৩. স্বৰ্গীয় সুখ
মুহাঃ মোশাররফ হোসেন
ধৃষ্ট পথ ভুলে চলে যায় শিষ্ট দেশে
যে দেশের লোকের জীবন কাটে হেসে হেসে।
মন্দ কথা বললে তথা দেয় থাপড়ে ধৃষ্ট
কয় বেশ কড়া দেশ তো বাপরে! দেখে ধৃষ্ট ;
খোঁড়ালোক শুধু গাড়ি চড়ে
সবলেরা হেঁটে চলে রোদ বৃষ্টি ঝড়ে!
অন্যায় করে দেশের রাজা পায় সাজা
দেশের লোক সবকিছুই খায় তাজা।
কারো মনেই হিংসে নেই ছিটেফোঁটা
কেউ কাউকে দেয় না কোনরূপ খুঁটা।
সবাই মিলেমিশে করে দেশের কাজ,
কাজে নেই হারজিত নাই কোনো লাজ,
ধৃষ্ট ভাবে এসেছি যখন শিষ্ট দেশে
থেকেই যাবো এখানে কোন ছদ্মবেশে!
ধৃষ্ট দিনেদিনে শিখে নেয় শিষ্টাচার
দূর করে সে বহুদিনের দুষ্টাচার,
হয় দূর ধৃষ্ট মনের সম্পূর্ণ ভ্রান্তি
ধৃষ্টের মনে আসে স্বর্গীয় সুখ শান্তি।