১. সুখ মানেই সুখ
মুহাঃ মোশাররফ হোসেন
সুখ মানেই কুলুঙ্গীতে রাখা ছবি
নিটোল, সূর্য্য দীঘল মুখ
সুখ মানেই কাছে থাকা
ভরে যাওয়া বুক ।।
সুখ মানেই উড়ন্ত আঁচল তোমার
মেঘেদের পালে লাগা হাওয়া
সুখ মানেই দিনভর
তোমাকেই কাছে পাওয়া ।।
সুখ মানেই দারুচিনি দ্বীপ চোখ
ঠোটের বঙ্কিম ঢাল,
সুখ মানেই কোজাগরী রাতে
তোমাতে মাতাল ।।
সুখ মানেই যাবতীয় অসভ্য শয়ন
কারুকার্য্যময় স্তনের মিনার,
সুখ মানেই ভালোবাসা
শুধুই তোমার আর আমার ।।