২. ভুলের মাসুল
মুহাঃ মোশাররফ হোসেন
ভুল পথেতে পা বাড়ালে
পিছলে পড়ার ভয়,
ভুলের মাশুল দিতে গেলে
পুরো জীবন যায় ক্ষয়।
ভুলের পথে চললে তবে
প্রাণে আসে দুখ,
ভুলের পথে আসে নাকো
কোনোদিনও সুখ।
ভুলে যাদের জীবন শুরু
ভুলে তাদের শেষ,
শুদ্ধ জীবন নদে তবে
থাকে না দুঃখ রেশ।
ভুল করা তো অতি সহজ
শুদরাতে জানে জনে কয়,
জীবন মুখে হয় না কভু
অশুদ্ধের ওই জয়।
ভুলের মাশুল দিতে গিয়ে
কাঁদতে তবে হয়,
সবার চাওয়া শুদ্ধ জীবন
ভুলের জীবন নয়।