হায়রে ভালোবাসা
মুহাঃ মোশাররফ হোসেন
ভালোবাসা, ভালোবাসা, হায়রে অবুঝ প্রনয় ভালোবাসা হয় পার্কে, বৃক্ষ-বৃক্ষ ঘেঁষে ভালোবাসা বিছানায় যোগ-বিয়োগ খেলে হায়রে ভালোবাসা ঘৃন্না হয় তোদের দিকে চেয়ে!
পবিত্র ভালোবাসা আজ অপবিত্র-অপমানিত তোদের জন্য_ ভালোবাসা সত্য, তোদের শরীর মিথ্যে
পাপের ধর্ষণে তোরা অবহেলিত,
তোরাই আবার বিস্মিত!
তোদের শরীরের পাপ বড্ড বেড়েছে যৌন উত্তেজনার স্বাদ চোখ বুজলেই সমাপ্তি! বিছানার অভিশাপ তোদের পিটে কামড়ে ধরেছে আকাশ সাক্ষী দিবে অশ্লীলতার সুপ্তি।
আলো জানে না, ভাবিস না আঁধার চোখ বুজে আছে ভালোবাসা, ভালোবাসা, অবুঝ প্রনয় এখনও পবিত্র পবিত্র মানবের কাছে পবিত্র ভালোবাসা হৃদয়ে ঘুমিয়ে আছে, অবিশ্বাস মুছে।