টাকায় সব
মুহাঃ মোশাররফ হোসেন
আমি আমরণ সংগ্রাম করি,
আমার জীবনে নেই অবসর,
মনে-প্রাণে বিশ্বাস করি,
টাকা হল দ্বিতীয় ঈশ্বর ৷
আগে বুঝিনি,
টাকায় কেনা যায় সম্মান,
টাকায় পাওয়া যায় পরিত্রাণ ৷
আমার জীবনে টাকা প্রয়োজন,
টাকাই আমার প্রিয়জন ৷
আগে বুঝিনি,
টাকায় কিনা যায় সার্টিফিকেট,
টাকায় কিনা যায় জাহাজ, রকেট ৷
টাকা জীবনে চলার সাথী,
টাকায় জ্বালাবে জীবনের বাতি ৷
আগে বুঝিনি,
টাকা দূর করে অভাব,
টাকা পাল্টায় মানুষের স্বভাব ৷
টাকায় কিনা যাই ক্ষমতা,
টাকায় পাওয়া যাই স্নেহ-মমতা ৷
আগে বুঝিনি,
টাকা দূর করে হতাশা,
টাকায় পাওয়া যায় প্রেমিকার ভালবাসা ৷
টাকায় পাওয়া যায় চাকরি,
টাকার অভাবে মানুষ হয় ভিখারি ৷
আগে বুঝেনি,
টাকায় বাড়ায় শক্তি,
টাকায় মিলে মানুষ-অমানুষের মুক্তি ৷
টাকা অজ্ঞের চরিত্র,
টাকায় রাজি হয় বিবাহের পাত্র ৷
আগে বুঝিনি,
টাকার কারনে হয় দুর্নীতি,
টাকার কারনে মানুষের উন্নতি/অবনতি ৷
টাকায় কিনা যায় বিলাসবহুল গাড়ি,
টাকায় কিনা যায় উঁচু উঁচু বাড়ি ৷
আগে বুঝিনি,
টাকার জন্য হয় শিক্ষা,
টাকার জন্য দীর্ঘ দিনের প্রতীক্ষা ৷
টাকা অভাবীদের বাবা,
টাকার অভাবে গরীবরা খায় সন্ত্রাসীর থাবা ৷
আগে বুঝিনি,
টাকার লোভে কারো উলঙ্গপনা,
টাকার অভাবে কতো বীরাঙ্গনা ৷
এবার বুঝেছি,
টাকা ছাড়া সবই ফাঁকা,
টাকা দিয়েই মনে হয় দুনিয়াটা আঁকা,
টাকা সবকিছুর মূল,
তাই মানুষ টাকার জন্য ব্যাকুল ৷
আর টাকার জন্যে সব মানুষ করে ভুল,
হায়রে টাকা" এই টাকায় সকল অনার্থের মূল।