১৪১.মনের ভালোবাসা

May 21, 2023

মনের ভালোবাসা

মুহাঃ মোশাররফ হোসেন 

জন্মেছি আমি কষ্ঠ আর বেদনা ভরা মুখ নিয়ে,
হয়তবা শান্তি ছিল না কখনো আমায় জীবনে,
শৈশব কেটেছে কাজে কর্মে,
শিক্ষা কে অর্জন করলাম খুব কষ্ঠের যৌবনে।

হায়রে ভালোবাসা, মমতার ভালোবাসা!
কষ্ট যে শুধু জীবন ঘিরে নয়,
জানা ছিল না তা যে মনের ও হয়।

যাচ্ছিল দিন রাত ভালো মোর,
হটাৎ আগমন মনের নগরীতে তোর।

হায়রে ভালোবাসা, আবেগী ভালোবাসা!

ছিলাম আমি ভালো এলাম  আমি গুনে,
তবুও হারিয়ে ছিলাম তোর মন কূলে।
তোর মনে ছিলাম রাজকুমার হয়ে,
হটাৎ ঝরে তোকে হারালাম মন থেকে।

হায়রে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা!

ভেংগে পড়ি মন থেকে খুব জোরে,
হটাৎ ফিরলো ভালোবাসা শৈশব থেকে।
ভালোবাসা ছিলো না কথা বলার মতন,
শীতের চাদরে জড়িয়ে করিতে যতন।

হায়রে ভালোবাসা, স্বপ্নের ভালোবাসা।

চলছিল মন মনেরই মতন,
করিতে অজান্তে কতইনা যতন।
ছিলাম আমি তোমার মন জুড়ে,
হৃদয়ে ভালোবাসার আলো জ্বালিয়ে।

হায়রে ভালোবাসা, যত্নে গড়া ভালোবাসা।

জানতে পেরে মাতা জননী,
দিল মনে গৃহ বন্দী।
লুকিয়ে চলছে সব ভালোই মতন,
জানি না থাকবে কতদিন এই যতন।

হায়রে ভালোবাসা, যন্ত্রনার ভালোবাসা।

তবুও তোমায় পাওয়ার আশায়! থাকিব আমি সময়কাল,
চেষ্টা করবো হাজার বার! বুঝাতে থাকবো দিনকাল।
ভালোবাসা তোমার জন্যে মোর চিরকাল,
আশায় আছি পেতে তোমায়! কারণ কে দেখেছে আগামীকাল।

হায়রে ভালোবাসা, হায়রে ভালোবাসা!
শেষ হয়নি জীবন, শেষ হয়নি এখনো আমার ভালোবাসা।

হায়রে প্রেম হায়রে ভালোবাসা!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *