মনের অজান্তে
মুহাঃ মোশাররফ হোসেন
পেরিয়েছি কত জলধারা-খাল-বিল-নদী-নালা
কুহক পায়ে বন-জঙ্গল-লোকালয়ের গাছপালা,
হেটেছি এদিক সেদিক-বন্ধুদের-কর্দম মেঠোপথ
পেরিয়েছি কাঁচা-পাকা রোড ও পিচঢালা রাজপথ।
ছাদের নীচে-পুকুরের পাড়ে আকাশের নীচে আর গাছের নীচে
ঘুমিয়েছি সবুজ ঘাসের মখমলের উম্মুক্ত বীচে,
কাঠের-টিনের-ইটের-সিরামিকের মৃত কুঠরে!
প্রাণী আমি ঘুমিয়েছি, প্রাণহীন গৃহের অন্দরে।
ডাক শুনেছি হৃদয়ের খেয়া পারে- নদীর ধারে
নদীর এপারে বসলে' কে যেনো ডাকে মহাসাগরে'
হাতে হাত-চোখে চোখ রেখে মনে রেখে মন'
সমাজ দাবড়িয়েছি শান্তিতে রাখিবো তাও মন মানেনা মন।
এখনও জানিনা নোঙ্গর ফেলেছি কোন প্রান্তে
নাকি জেনে না জেনে ফেলেছি মনের অজান্তে,
রহস্যময়-বৈচিত্রময় এই মনাকাশের নীলিমায়
কোন পরী পরেছে নীলাম্বরী, মনের অজানায়।
বাসা বেঁধেছে কে আমারি চিন্তে এখনও জানিনা
মনের অজান্তে বেঁধেছে কি বাসা ! তাও জানিনা।