ভুল সবই ভুল
মুহাঃ মোশাররফ হোসেন
বড় আশা করেই এসেছিলাম
ফিরে যাওয়া কাম্য ছিলো না,
ভালোবাসার অথই জ্বলে ডুবার
কোন কারন নেই আজ জানা।
কিছু এমন হবে' এটা আমি জানিনা
পথ হারাবো নিজ দেশে,
করেছিলাম শুরু জীবনের গল্পটা
কিন্তু শিরোনাম লিখতে হচ্ছে শেষে।
এ কোন স্বপ্ন হলো যা হবার নয়
শুধু সোনা মনে করে বালি খুঁজ,
নিতান্ত যারা কাছের মানুষ ছিলো
তারা কি এখন বুঝেনা মন অবুঝ।
একা রাতে চাঁদের দিকে তাকিয়ে
আর কত রাত কাটাবো ভাবতে,
নিজের প্রতি নিজের ঘৃণা কেন হয়'
ইচ্ছে হয় খুব ব্যর্থতা কি জানতে।
পুণ্য নামের তরি বেয়ে পাড়ি দিলাম
বৈঠা নামের সাধনা যে ছিলোনা,
ইমান নামের পাল ছিলো খুব ছেড়া
দিন থাকতে বাড়ি ফিরা আর হলোনা।
এক এক করে হিসেব মিলে যাচ্ছে
প্রতিটা পদে ছিলো আমার কিছুটা ভুল,
ভুল ছিলো চোখ খুলে প্রভাত দেখা
আর বন্ধ করে নিশি অশ্রুজল।
ভুল সবই ভুল লেখা কবিতাতেও'
আরো ভুল চিন্তা ভাবনাগুলো,
তার চেয়ে একটু কম ভুল হয়েছে
ভালোবাসা যতটা এলোমেলো।