১৩৭. অপরুপ
মুহাঃ মোশাররফ হোসেন
সেজেছো তুমি অপরুপ,
দেখেছি তোমায় চাঁদনী রাতে,
কপালে পরেছো কালো টিপ!
চোখে দিয়েছো কাজল.
কোমরেতে পরেছো বিছা,
পায়ে পরেছো নূপুর,
কোন উপমা দেবো তোমায়,
লাগছে সত্যি তোমায় অপরুপ।
মন চায় তোমায় নিয়ে
শিশির ভেজা সবুজ ঘাসে
হাটি খালি পায়ে।
হাতে হাতটি রেখে"
চলি অজানা পথে দূর অজানাতে চোখে চোখ রেখে।
অবশেষে কি বলবো তোমায়'
চোখের কাজল করে রেখ আমায়।
কখনো দিওনা কেদনা তুমি'
তাহলে ভেসে যাবো চিরতরে আমি।