১৩৬. দূর হতে
মুহাঃ মোশাররফ হোসেন
যেদিন আমি চলে যাবো তোমায় ছেড়ে,
কাঁদিবা তুমি ওগো যতন করে।
দূর আকাশের অকূল পারে,
দেখব আমি তা নয়ন ভরে।
যেদিন তোমার পাশে দেখবে না আমায়,
একটু খুঁজো আমায়' তোমার হাতের ছোঁয়ায়।
দূর থেকে আমি কানায় কানায়,
বৃষ্টি হয়ে তোমায় দিবো ভাসায়।
যে দিন আমি থাকব না তোমার কাছে,
ভাবিবা তুমি আমায় মাঝে মাঝে।
পূর্ণিমা রাতের জোৎস্নার সাজে,
খুঁজিয়া পাবে আমায় তারার রাজ্যে।
যেদিন কাজের শেষে এসে খুঁজবে আবার,
র্দীঘশ্বাস যদি গো বা আসে তোমার।
পূবালী বাতাস হয়ে উড়িয়ে নিবো,
শান্তির পরশ আমি বুলিয়ে দিবো।
যদি আর কোনদিন নাইবা আসি,
ভালবাসিও আমায় রাশি রাশি।
দূর হতে আমি পাইবো সুখ,
যদিও এই প্রেম অর্পূণতারই রূপ।