১৩০. রাষ্ট্রপ্রতি
মুহাঃ মোশাররফ হোসেন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপ্রতি শাহাবুদ্দীন' নিয়েছেন শপথ, জনগনের মনের আশা পূর্ণ করিলে তিনিই হবেন মহৎ ।
তুমি হলে রাষ্ট্রপ্রতি তুমিই রাষ্ট্রপ্রধান ! তুমি এখন এদেশের ভবিষ্যৎ, তুমিই বুদ্ধিমান।
তুমিই আশা, তুমিই ভরসা" তোমাকে নিয়ে করছে জনগন নেক প্রত্যাশা।
তোমার মত গুণবতী হয়তো আর কেহ নাই, তাইতো তোমাকে বানাইছে রাষ্ট্রপ্রতি, তোমার তুলনা নাই ।
নিউজবিডিজারনালিষ্ট২৪ এর সম্পাদক সাহেব লেখকের মাধ্যমে কবিতাটি করেছেন উপস্থাপন, আশা করি রাষ্ট্রপ্রতি মহোদয় এই ক্ষুদ্র উপহার করবেন গ্রহন।
যত রাজাকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে করেছে খতম,
নতুন এই রাষ্ট্রপ্রতিকে নিউজবিডিজারনালিষ্ট২৪ এর পক্ষ থেকে জানাই স্বাগতম ।