১২৮. মাটি
মুহাঃ মোশাররফ হোসেন
মাটির মানুষ, মাটির বাড়ী, মাটি হবে বিছানা;
মৃত্যুর পরে মাটিই হবে সবার জন্য ঠিকানা।
নানান রকম ফসল ফলাই আমরা মাটির বুকে; তবুও সে বলেনা কিছু, রাখে আমাদের কত সুখে।
মাটিরে তোর বুক চিরে" কত বট-বৃক্ষ ওঠে,
তোর সীমা পাব বুঝি আটলান্টিক মহাসাগরের তটে।
মাটিরে ভাই মাটি, তুই কি পাসনা কোন ব্যথা?
তোরে আমি প্রশ্ন করি" বলিসনা কেন কথা?
সারা বিশ্বে তোর অবস্থান, বিশ্বে তোরই গান;
তোর থেকে সৃষ্টি করে প্রভূ মানুষকে দিয়েছে প্রান।
দেশের মাটি রক্ষা করতে গিয়ে করেছি কত লড়াই;
বাংলার মাটিকে আমরা ভালবাসি বঙ্গবাসী সবাই।
তোর জন্য জাতি কাঁদে" কাঁদে সারা বিশ্ব;
তোর এই মর্ম বুঝবেনা যে" হবে সে নিঃস্ব।