১২৪. দুর্ভাগ্য আমার
মুহাঃ মোশাররফ হোসেন
দুর্ভাগ্য আমার রক্তে মেশানো
নিষ্ঠুরতা আমার ভাগ্যের,
বিক্রি হয়ে এসেছি আমি জন্মের পর থেকে
ব্যবহার করেছে আমায় নিজেদের স্বার্থের।
পবিত্র কুরআন কিংবা পুস্তক পড়েছি
রেখেছি হৃদয়ে ধারণ করে,
যা মস্তিষ্কে মোর গেঁথেই রেখেছি
ছাড়তে পারিনা মোর জীবনের তরে।
লেখা থাকে যা মানে না কেউ
তা অনুসরণ করিলে পাগল বলে,
শাস্ত্রের কথা শুধুই লেখা
পালন করিলে নিষ্ঠুরতায় চড়ে।
বিচিত্র সব মানুষ থাকে নিষ্ঠুরতার ভাজে ভাজে,
সমাজ যেন অভিশপ্ত কু-সংস্কার গুলো ঠিকই বাঁচে!
নিয়তি যেন অ-সুরের সঙ্গে সুরের কাছে নাইরে নাই,
হৃদয়ে শুধু রক্তক্ষরণ বাঁচিবার কোনো পরিবেশ নাই।
দ্বন্দ্ব আমার সমাজ নিয়ে বন্ধ আমার দ্বার
ধর্ম আমায় শ্বাসন করে মিথ্যা কথার পার,
শাস্ত্র মেনে নিজেকে গড়ে চালাবে যখন জীবন!
শাস্তি দিয়ে পাগল বানিয়ে করাবে তারে মরণ।