১২৩. মে দিবস
মুহাঃ মোশাররফ হোসেন
গরুর গায়ে পরাবে কোট,
জনতা দেবে ভোট!
শ্রমিক খাবে নেতার লাথি,
নেতাজি চড়বে হাতি।
চাষার নাই পেটে ভাত,
ধনীর হলো সোনার হাত!
প্ৰজা ধর্মে বুঁদ,
রাজা করে খাজনা লুঠ ৷
দেশ এখন যুদ্ধে মাতে,
নাই চাকরি হাতে!
জিনিসের দাম বাড়ে,
রাজামশায় বিমান চড়ে ৷
মন্দির হবেই সেথায়,
নেই মানবিকতা যেথায়!!