১২২. বন্ধুত্ব
মুহাঃ মোশাররফ হোসেন
তোর মন খারপের সেই রাতে
যখন একলা ঐ আকাশ দেখিস,
তখন ভাববি খুব কাছেই আমি আছি
তোর ইচ্ছে হলেই আমাকে ডাকিস।
তোর রঙ্গিন সেই সব স্বপ্ন
যদি হারিয়ে ফেলে সেই সব রং,
গোধুলীর আবীর মেখে
আমি তোর রাঙ্গিয়ে দিবো মন।
দুঃখের সেই কালো মেঘ
যদি কখনো আসে আঁধার করে,
আমি উড়িয়ে দিবো সব,
সুখের ঐ কালবৈশাখী ঝড়ে।
বন্ধু আমরা দুজন
বন্ধু ছিলাম, থাকবো, আছি,
একটাই তো জীবন
আয়, সুখ নিয়ে চল বাঁচি।