১২০. বিদ্যুৎ
মুহাঃ মোশাররফ হোসেন
একটু খানি বৃষ্টি হলে
বিদ্যুৎ করে ছলনা,
সকাল থেকেফোনে চার্জ নেই
কি করি বল না!
বিদ্যুৎ অফিসে কল দিলাম
পেলাম না কোন সাড়া,
মেজাজ খুব গরম হয়েছিল
হয়েছিলাম..ধৈর্য্য হারা..।
একটু আগে বিদ্যুৎ এলো
ফোন-টা আমার চালু হল,
আর আমার ছড়া
লেখাওফুরিয়ে গেল।