১১.
"শোকের রাতে"
মুহাঃ মোশাররফ হোসেন
শ্যামলের দেশে পাখিরা শোকে গায় গান,
ঘরে-ঘরে বয় শোক-বান হাসি খুশি ম্লান।
প্রিয় নেতার ছবি ভাসে' শোক দিনে মনে পড়ে কী যে!
বঙ্গবন্ধু নেই শোকের দিনে চোখ জলে ভিজে।
জালিমেরা কাড়ে সুখ' সব দুঃখে নামে কান্না,
ভালোবাসা নেই কেড়ে' আহা কাড়ে মুক্ত পান্না!
কোটি-কোটি প্রানণে গাঁথা আছে' ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে ভালোবাসা খুঁজি।
বঙ্গবন্ধু" অন্তরতে ঠা্ই চিরোদিনই খাঁটি,
রক্তে ভেজা তার দেশ, সেটাই বাঙ্গালীর ঘাঁটি।