১১৯. বাংলা নববর্ষ
মুহাঃ মোশাররফ হোসেন
নতুন আঙ্গিকায় নববর্ষ
এলো ফিরে দেশে,
মেতে উঠো সব বাঙ্গালী
আনন্দে আজ হেসে।
এলো বৈশাখ সবার ঘরে
মুছে পুরাতন গ্লানী,
বাংলা আমার মাতৃভূমি
সকল দেশের রাণী।
পান্তা ইলিশ, পিঠা-পায়েস
বেজায় খাওয়ার ধুম,
আনন্দে উল্লাসে নেই চোখে
আর, ছেলে-বুড়োর ঘুম।
বসছে মেলা গাঁয়ের মোড়ে
শহর নগর বন্দরে"
খুশির জোয়ার জনে জনে
ভিতর-বাহির অন্তরে।
সার্বজনীন উৎসব এটা
পয়লা বোশেখ বর্ষ,
থাকুক সুখে সকল মানুষ
হৃদয়ে থাক হর্ষ।
এসো বৈশাখ এসো এসো
শুভ বাংলা নববর্ষ।