১১৬. ঈদ কেনা-কাটা

May 19, 2023

১১৬. ঈদ কেনা-কাটা

মুহাঃ মোশাররফ হোসেন

সমস্ত মার্কেট জুড়ে চলছে ঈদের কেনা-কাটা,

দেশটি জুড়ে আর নেইতো কোন ফাঁকা।এখান থেকে ওখানে চলছে ছোটা-ছুটি,

কোন মার্কেটে পাবে পোশাক হবে মোটা-মুটি।
দামে কম, লাগবে ভাল দেখতে হবে খাসা,

পাড়া-পড়শিরা সব বলবে ভাল” এইতো একজন আশা।
চমকে দেবে নতুন কাপড় নতুন ডিজাইন,

ডিজিটাল ফ্যাশনের ছড়া-ছড়ি কোনটা হবে ফাইন।

এখানে নয় ওখানে চলো বাচ্চারা করে বাহানা,

হাটা-হাটি আর ঘুরা-ঘুরি দেহে যে আর সয় না।
মার্কেটে এসে বাচ্চারা সব পোশাক নিয়ে হাতে,

দাম শুনলো দোকানীরে আমায় নিয়ে সাথে।
সঠিক দামে দিতে পারি, প্যাকেট করব নাকি?

এটাই কিন্তু আসল আর যে সব ফাকি।

দামটি শুনে চমকে উঠি, একি হলো হায়,

পকেট কখন ডুবে গেছে প্রাণটা বুঝি যায়!

বাচ্চারা আমার অতি ভাল সাহস করে বলি,

চটপটি আর ফুচকা খেয়ে চলো এবার ঘরে ফিরি।
কালকে তোমাদের কিনে দেব, আর যা আছে কিছু,

কেনো তুমি মিথ্যে আমায় মন ভুলিয়ে আনলে পিছু?

কেমন করে বলি তাদের পকেট আমার ফাঁকা,

কোথা থেকে পাব এখন এত গুলি টাকা?
চুপটি করে বসে আছি মাথায় দিয়ে হাত,

বুঝতে তারা চায়না মোটেও কোন অজুহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *