১১৩. দান
মুহাঃ মোশাররফ হোসেন
কত মানুষ ভিখারি হয়েছে আজ জীবনের হারে,
সব হারিয়ে কত মানুষ ঘুরছে দ্বারে দ্বারে।
ওদের চাওয়াতো বেশি না চায় একটি টাকা,
এই এক টাকার ভরসায় তাদের সুখ-শান্তি আঁকা।
ভিখারিটি সুখ কিনে নেয় একটি টাকা দিলে,
তার সাথে আমার মনেও অদ্ভুত শান্তি মিলে।
কত টাকা করছি খরচ মোরা প্রাণের হরষে,
এর থেকে কিছু ভিখারিকে দেই সাহায্যের পরশে।
টাকাপয়সা হাতের ময়লা আজ আছে কাল নেই,
তাই যদি হয় তবে তাদের একটু হাত ঝেড়ে দেই।
দানের মাঝেই ঘুচবে সকল অনাহারীর সব দুঃখ,
দানকারীর প্রাণে মিলবে তখন স্বর্গীয় এক সুখ।