১০. ১৫ই আগষ্ঠ

May 11, 2023

১০.

    “১৫ই আগষ্ট”

মুহাঃ মোশাররফ হোসেন

যে দাঁড়কাড়ি প্রতি ডেকে ডেকে ক্লান্ত

যে ব্যাকুল সারথি তৃষ্ণার্ত চাতকের মতো মেঘজলের প্রার্থনারত;

যে প্রিয় আসবে  বলে ঘণ্টার পরে ঘণ্টা প্রতীক্ষায় রাখে

যে স্বৈরিণী নিপুন ছেলে ভেঙ্গেছে হৃদয়টাকে-সে-ও বড় বন্ধু বটে।

সে সুহৃদ রক্তের ঋণের কথা ভুলে যায়

যা আপনজন, আপনজনকে ফেলে ঘোর অমানশিকতায়;

যে  আহারের জন্য দ্বারে দ্বারে ভিক্ষার কড়া নাড়ে

যে রমণীর সতীত্বের নিলাম হয় রাতের আধারে-তাকেও বন্ধু বলি।

যে যুবক ১৫ই আগষ্টের শোকমিছিলে না যায়

যে মানুষ যুদ্ধাপরাধীর ফাঁসির  দাবিতে রাজপথে নামে নাই

যে মানুষের মনে গোপনে জঙ্গীবাদের বীজ চাষ;

যে প্রজন্ম জন্মোৎসবের আড়ালে জাতীয় শোককে করে উপহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *